জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোমবার (৩১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় এ জিডি করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে আব্দুল জব্বার মন্ডল সাংবাদিকদের জানান, তার নাম ও ছবি ব্যবহার করে ৮ থেকে ১০টি ভুয়া ফেসবুক পেইজ ও অ্যাকাউন্ট খোলা হয়েছে। এসব পেইজ থেকে ভুল তথ্য সরবরাহ বা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হলে তার ওপর দায় আসতে পারে। তাই সতর্কতা হিসেবে তিনি থানায় জিডি করেছেন।
এর আগে বিষয়ে তিনি আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
এদিকে জিডির বিষয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল রানা সাংবাদিকদের জানান, বিষয়টি। গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ডিবি সাইবার ইউনিটে পাঠানো হয়েছে।